র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে ফেদেরার
রাফায়েল নাদালকে ফাইনালে পরাজিত করে সপ্তমবারের মত সুইস ইনডোর টুর্নামেন্টের শিরোপা জয় করায় রজার ফেদেরারের এটিপি র্যাংকিংয়ের অবস্থানের উন্নতি হয়েছে। বৃটিশ তারকা এন্ডি মারেকে হটিয়ে শীর্ষে থাকা নোভাক জকোভিচের পরে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সুইস সেনসেশন ফেদেরার।
বাসেলে সেমিফাইনালে নাদালের কাছে পরাজিত ফ্রেঞ্চ তারকা রিচার্ড গ্যাসকোয়েট দুই ধাপ উপরে উঠে নবম স্থানে রয়েছেন।
এটিপি র্যাংকিং :
১. নোভাক জকোভিচ (সার্বিয়া) ১৫,৭৮৫ রেটিং পয়েন্ট
২. রজার ফেদেরার (সুইজারল্যান্ড) ৮২৫০ (+১)
৩. এন্ডি মারে (যুক্তরাজ্য) ৮০৭০ (-১)
৪. স্ট্যান ওয়ারিঙ্কা (সুইজারল্যান্ড) ৬৫৮৫
৫. টমাস বার্ডিচ (চেক প্রজাতন্ত্র) ৪৭৩০
৬. রাফায়েল নাদাল (স্পেন) ৪৬৩০ (+১)
৭. কেই নিশিকোরি (জাপান) ৪৪৪০ (-১)
৮. ডেভিড ফেরার (স্পেন) ৩৯৪৫
৯. রিচার্ড গ্যাসকোয়েট (ফ্রান্স) ২৭১৫ (+২)
১০. জো-উইলফ্রিড সোঙ্গা (ফ্রান্স) ২৫৪৫
এমআর/আরআইপি