ফখরুলের জামিন বাতিলে দেশবাসী স্তম্ভিত : ছাত্রদল


প্রকাশিত: ০৭:৪৯ এএম, ০৪ নভেম্বর ২০১৫

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বচ্ছ ইমেজের রাজনীতিবিদ উল্লেখ করে তার জামিন যেভাবে বাতিল করা হয়েছে তা নজীরবিহীন বলে মন্তব্য করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। একইসঙ্গে তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোয় দেশবাসী স্তম্বিত হয়েছে বলেও জানিয়েছে সংগঠনটি।

বুধবার দুপুরে ছাত্রদল সহ-দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটওয়ারী প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান মির্জা ফখরুলের জামিন বাতিল করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা বলেন, এই অবৈধ সরকারের ছত্রছায়ায় দেশের প্রতিটি ক্ষেত্রে তুঘলকি কারবার চলছে। আইন তার নিজস্ব গতিতে চলছে না, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষের নিরাপত্তা দিতে পারছে না। কিন্তু আওয়ামী লীগ এবং অবৈধ এই সরকারের লোকজনের সেবায় প্রশাসন সদা ব্যস্ত।
 
মির্জা ফখরুলের সঙ্গে যে আচরণ করা হয়েছে তাতে উনি ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন বলেও মন্তব্য করেছেন তারা। একইসঙ্গে নেত্বদ্বয় অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছেন।

এমএম/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।