অাল অামিনের অ্যাকশন বৈধ


প্রকাশিত: ১১:৩৫ এএম, ০৫ নভেম্বর ২০১৪

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য সন্দেহের তালিকায় থেকে পরীক্ষা দিয়েছিলেন পেসার আল আমিন। অবশেষে সে পরীক্ষায় উতরে গেছেন বাংলাদেশি তরুণ ক্রিকেটার। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

গত সেপ্টেম্বরে সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের পরই আল-আমিনের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তোলে ম্যাচ অফিসিয়ালরা।

এরপর গত ২০ অক্টোবর অাইসিসির নয়া অনুমোদন দেওয়া পরীক্ষাগার চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন অাল অামিন। তাদের দেওয়া ফলাফল অনুযায়ী অাল অামিনের কনুইয়ের বক্রতা ১৫ ডিগ্রির মধ্যেই পাওয়া গেছে।

কিছুদিন আগে একই অভিযোগে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশি স্পিনার সোহাগ গাজী। অপরদিকে অবৈধ বোলিং অ্যাকশন প্রমাণিত হওয়ায় নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানি স্পিনার সাঈদ আজমল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।