নেপালে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩০


প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ০৩ নভেম্বর ২০১৫

নেপালের মধ্যাঞ্চলে একটি অতিরিক্ত যাত্রীবাহী বাস খাদে পড়ে গিয়ে ৩০ যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির রাসুয়া জেলার একটি পার্বত্য সড়কে এ দুর্ঘটনা ঘটে। একজন স্থানীয় জ্যেষ্ঠ কর্মকর্তা একথা বলেন।

তিনি জানান, বাসটি ২শ’ মিটার নিচে খাদে পড়ে যাওয়ায় উদ্ধারকারীদেরকে মৃতদেহ উদ্ধার এবং আহতদের নিরাপদ স্থানে নিয়ে যেতে বেশ বেগ পেতে হয়।

জেলার প্রধান সরকারি কর্মকর্তা শিবরাম গেলাল নিহতদের মধ্যে একজন দুগ্ধপোষ্য শিশু উল্লেখ করে বলেন, দুর্ঘটনাস্থল থেকে নিহত ৩০ জনের মধ্যে ২৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অপরজন চিকিৎসা চলাকালে মারা যায়।

গেলাল বলেন, আমরা আহত অপর ৩৫ জনকে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছি এবং এখনো এলাকাটিতে তল্লাশি চালাচ্ছি। দুর্ঘটনার কারণ এখনও পরিষ্কার নয়।

তিনি আরো জানান, তবে আহত যাত্রীরা জানিয়েছেন বাসটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। এমনকি বাসের ছাদেও যাত্রী ছিল।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।