রেকর্ড নয়, জয়ে চোখ রোনালদোর


প্রকাশিত: ১০:৫০ এএম, ০৫ নভেম্বর ২০১৪

গুনে গুনে আর ২টি গোল প্রয়োজন। তাহলেই চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের রেকর্ড বুকে নিজের নাম লিখে নেবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। স্পেনের রাউল গঞ্জালেজের নাম মুছে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে সর্বকালের সেরা গোলদাতা বনে যাবেন তিনি।

কিন্তু রেকর্ড নয়, মঙ্গলবার রাতে ইংলিশ ক্লাব লিভারপুলের বিপক্ষে জয় নিয়েই মূল ভাবনা রিয়াল মাদ্রিদের এই পর্তুগিজ ফুটবল সুপারস্টারের। এমনটাই জানিয়েছেন স্প্যানিশ ক্লাবটির কোচ কার্লো অ্যানচেলোত্তি। রিয়াল কোচ বলেছেন, রেকর্ড নিয়ে বিন্দুমাত্র ভাবনা নেই রোনালদোর। তার পুরো মন জুড়ে কেবলই লিভারপুলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয় নিয়ে ভাবনা চলছে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ফিরতি লেগের খেলায় মঙ্গলবার রাতে একে অন্যের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। এই ম্যাচ খেলতে নামার আগে টানা ৩ ম্যাচে জয় নিয়ে ৯ পয়েন্ট পাওয়ার সুবাদে ‘বি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে ফর্মের তুঙ্গে থাকা রিয়াল মাদ্রিদ।

লিভারপুলের অবস্থান তৃতীয়স্থানে। ৩ ম্যাচের মাত্র ১টিতে জয় পেয়েছে ব্র্যান্ডান রোজার্সের দল। দুই সপ্তাহে আগে নিজ মাঠে রিয়ালের কাছে ৩-০ গোলে হেরেছে লিভারপুল। মঙ্গলবার রাতে তাই রিয়ালের মাঠে ম্যাচ জিতে প্রতিশোধ নিতে চায় অলরেডস দলটি।

তবে লিভারপুলের জন্য সবচেয়ে বড় আতঙ্কের নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। ফর্মের তুঙ্গে থাকা রোনালদো প্রতি ম্যাচেই দুরুন্ত গতিতে গোল করে চলেছেন। মঙ্গলবার রাতেও যে তাকে আটকানো যাবে না এই বিষয়ে লিভারপুল কোচ রজার্স মোটামুটি নিশ্চিত। তবে কেবল রোনালদোকেই নিয়ে তিনি দুশ্চিন্তায় থাকছেন, পুরো রিয়াল মাদ্রিদ স্কোয়াডটিকেই শ্রদ্ধার সঙ্গে দেখছেন তিনি। রজার্সের মতে, রিয়ালের বিপক্ষে ম্যাচ খেলা কঠিন একটি বিষয়। কেননা, দলটিতে রয়েছে বিশ্বসেরা ফুটবলাররা।

চ্যাম্পিয়ন্স লিগে গোলমেশিন রোনালদোর গোলটালি ৭০। লিভারপুলের বিপক্ষে একটি গোল করলেই এই আসরে সর্বকালের সেরা গোলদাতা হিসেবে রাউলের পাশে নিজের নাম লিখতে পারবেন তিনি। আর ২টি গোল করলেই এককভাবে এই রেকর্ডের মালিক হয়ে যাবেন পর্তুগিজ সুপারস্টার।

রোনালদো ভক্তরা তার এই রেকর্ড দেখার প্রতীক্ষায় সময় গুনছে। অবশ্য রোনালদো এই রেকর্ড গড়তে পারলেও স্বস্তিতে থাকতে পারবেন না। কেননা, এই রেকর্ড নিজের করে নিতে রোনালদোর পিছু ধাওয়া করছেন বার্সেলোনার লিওনেল মেসি। রোনালদোর চেয়ে মাত্র ১ গোল পিছনে রয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।