ঢাবি জাপান স্টাডি সেন্টারের দ্বাদশ ব্যাচের পরিচিতি সভা
ঢাকা বিশ্ববিদ্যালয় জাপান স্টাডি সেন্টারের মাস্টার্স দ্বাদশ ব্যাচের শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতু ওয়াতানাবে প্রধান অতিথি ছিলেন।মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
জাপান স্টাডি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. আবুল বারকাতের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ বক্তব্য রাখেন।
জাপানের রাষ্ট্রদূত মাসাতু ওয়াতানাবে বলেন, বাংলাদেশ এবং জাপানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। জাপানের ইতিহাস, সংস্কৃতি ও শিক্ষা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় জাপান স্টাডি সেন্টারকে ধন্যবাদ জানান। জাপান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সেদেশে আরও উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করবে বলে তিনি উল্লেখ করেন তিনি।
এমএইচ/ এএইচ/আরআইপি