ফখরুলকে দ্রুত মুক্তির আহ্বান বিএনপির


প্রকাশিত: ১২:২১ পিএম, ০৩ নভেম্বর ২০১৫

স্বাস্থ্য ঝুকির কথা বিবেচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মাহসচিব মির্জা ফখরুলকে দ্রুত মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। পাশাপাশি কারান্তরিক অবস্থায় মির্জা ফখরুলের কিছু হলে জনগণ এজন্য সরকার দায়ী থাকবে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় নয়াপল্টন বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিপন বলেন, মির্জা ফখরুল নিন্ম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছেন কিন্তু আদালত আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে ইতিমধ্যে কয়েকদফা চিকিৎসা নিয়েছেন। এধরনের পরিস্থিতিতে স্বাস্থ্য আরো শঙ্কিত হলে সরকারেক দেশবাসী দায়ী করবেন।

তিনি বলেন, মির্জা ফখরুল আইন মান্যকারী নাগরিক হিসেবে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেছিলেন। কিন্তু জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এতে বিচলিত হয়েছি।

রাজনীতিতে মির্জা ফখরুল স্বচ্চা ও সৎজন হিসেবে পরিচিত উল্ল্যেখ করে বিএনপির এই মুখপাত্র বলেন, প্রত্যাশা করেছিলাম স্বাস্থ্যের কথা বিবেচনা করে তিনি জামিন লাভ করবেন। আশা করি স্বাস্থ্য ঝুকির কথা বিবেচনা করে সুস্থ্যভাবে বাচার সুযোগ দেবেন। মানবিক জায়গা থেকে দ্রুত মির্জা ফখরুলকে মুক্তি দেবেন।

রিপন ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে রাজনীতির নামে অপরাজনীতি চলছে। সরকার ছায়ার সঙ্গে শক্র শক্র খেলায় লিপ্ত। অকারণে বিরোধীদলের নেতকর্মীদেরকে শক্র ভাবছেন। সেই পথ থেকে সরে আসার আহ্বান জানাই। 

তিনি বলেন, মির্জা ফখরুল ছাড়াও বিএনপি শীর্ষ পর্যায়ের নেতা এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, অধ্যাপক আবদুল মান্নানের ও  রুহুল কবির রিজভী আহমেদসহ অনেকেরই বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেয়া হয়েছে। মামলায় জর্জরিত নেতাদেরকে মুক্তি দিয়ে কারারুদ্ধ সব নেতাকর্মীর মুক্তি দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুলক করিম শাহীন, শামীমুর রহমান শামীম প্রমূখ উপস্থিত ছিলেন।

এমএম/একে/পিআর/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।