রিয়ালের বিপক্ষে অনিশ্চিত মেসি
মৌসুমের প্রথম রোমাঞ্চকর এল ক্ল্যাসিকোতে আগামী ২১ নভেম্বর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তবে চোটের কারণে পুরোপুরি ফিট না হওয়ায় রিয়ালের বিপক্ষে মাঠে নামা অনিশ্চিত হয়ে গেছে বার্সার সবচেয়ে বড় তারকা মেসির।
বার্সেলোনার সাবেক প্রধান চিকিৎসক জর্দি আরডেভল গোল ডটকমকে জানিয়েছে, মেসির মাঠে নামা নিশ্চিত হতে হলে অবশ্যই তার ট্রেনিং সেশনে অংশ নিতে হবে। ও খুব দ্রুতই সুস্থ হয়ে উঠছে। তবে মেসিকে নিয়ে কোনো ঝুঁকির মধ্যে যাবে না বার্সা কর্তৃপক্ষ।
তবে এল ক্ল্যাসিকোতে মেসি খেলতে পারবে না এমন কোনো তথ্যই জানা যায় নি মেসি কিংবা বার্সার পক্ষ থেকে। বিশ্বের কোটি কোটি ফুটবলভক্ত অপেক্ষায় থাকেন দুই শক্তিশালী চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াই এল ক্ল্যাসিকো দেখার জন্য।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে হাঁটুর ইনজুরিতে ৭-৮ সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকে যান বার্সার প্রাণ ভোমড়া লিওনেল মেসি।
এমআর/পিআর