নকআউট পর্বে রিয়াল ও বরুশিয়া ডর্টমুন্ড


প্রকাশিত: ০৯:৩৩ এএম, ০৫ নভেম্বর ২০১৪

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার ঘরের মাঠে তারা লিভারপুলকে হারিয়েছে ১-০ গোলে। এই জয়ের ফলে ‘বি’ গ্রুপের ৪ ম্যাচ থেকে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব তথা শেষ ষোলো নিশ্চিত করেছে কার্লো আনচেলোত্তির দল।

শুধু রিয়াল একা নয়, বরুশিয়া ডর্টমুন্ডও শেষ ষোলো নিশ্চিত করেছেন। টানা ৪ ম্যাচ জিতে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে বরুশিয়া সঙ্গী হয়েছে রিয়ালের।

৪ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এফসি বাসেল। ৪ ম্যাচ থেকে ৩  পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান তৃতীয়তে। আর সমসংখ্যক পয়েন্ট নিয়ে কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে লুদোগোরেৎস্কো।

এই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল শেষ ষোলোতে যাবে। ম্যাচ ও পয়েন্টের হিসাব কষে দেখা যায়, শেষ দুটি ম্যাচে রিয়াল মাদ্রিদ যদি হেরেও যায়, তারপরও নকআউট পর্বে যাবে তারা। কারণ, লিগের পরবর্তী দুটি ম্যাচে অন্যান্য ক্লাবগুলো জিতলেও পয়েন্ট ও গোল ব্যবধানের হিসাবে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলতে পারবে না।

পয়েন্ট টেবিল
দল                            ম্যাচ          জয়        ড্র         হার        পয়েন্ট
রিয়াল                         ৪             ৪          ০          ০          ১২
বাসেল                        ৪             ২          ০          ২          ৬
লিভারপুল                    ৪             ১          ০          ৩          ৩
লুদোগোরেৎস্কো            ৪             ১          ০          ৩          ৩

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।