স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের আহ্বান ঢাবি শিক্ষকদের


প্রকাশিত: ০৮:১৪ এএম, ০৩ নভেম্বর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ বলেছেন, ‘দেশে চলমান হত্যাকাণ্ডের ইস্যুতে সরকারকে দেখলে মনে হয় সরকার নিষ্ক্রিয় অবস্থায় আছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বলতে চাই আপনি যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে সকল দায়ভার মাথায় নিয়ে জাতীয় স্বার্থে  দায়িত্ব থেকে সরে দাঁড়ান।’

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আ জ ম শফিউল আলম ভূঁইয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল আজিজ, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজমা শাহীন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক জিয়া রহমান, অধ্যাপক ড. গোলাম রব্বানী প্রমুখ।

অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষকরা যখনই রাস্তায় নেমে এসেছে। তখন কিন্তু আল-বদরসহ সকল সব অপরাধী পিছপা হতে বাধ্য হয়েছে। তাই আমি বলবো এখনো যদি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্ররা রাস্তায় নামে তাহলে জানিনা কার অবস্থা কি হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বার বার বলছেন এটা এক ধরণের বিচ্ছিন্ন ঘটনা। 

আমরা স্পষ্ট বাসায় বলতে চাই, আপনি এখানে ব্যর্থ হয়েছেন। আপনি কাউকে আটক করতে পারেন নি। আপনার উচিত হবে বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা রেখে, প্রগতিশীল মানুষের প্রতি শ্রদ্ধা রেখে, মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা রেখে স্বেচ্চায় চলে যাওয়া। নতুবা আমরা কিন্তু আপনার পদত্যাগ দাবি করবো। আপনি যদি ব্যর্থ হয়ে যান, তবে আপনি এদেশের মেহনতি মানুষকে ব্যর্থ করতে পারেন না। মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যর্থ করতে পারেন না।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের দায়িত্বশীল পর্যায়ের লোকজন যে ধরনের বক্তব্য রাখছেন, তাদের বক্তব্য পুরো জাতি প্রত্যাখান করেছে। এদের বক্তব্যে পুরো জাতি লজ্জায় মাথা হেট হয়ে যায়। যদি আপনারা ব্যর্থ হন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্ররা প্রগতিশীল লোকদের নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।’

অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আপনি বার বার বলেন কারা এ ধরনের কাজ করছে, তাদের আপনারা ধরে ফেলবেন। কিন্তু আপনি ধরতে পারছেন না। এই বাংলাদেশ কখনো পরাজিত হয় না, মুক্তিযুদ্ধের চেতনা কখনো পরাজিত হয়নি, এই অপরাজেয় বাংলা কখনো পরাজিত হয় না। কিন্তু যদি আপনি (স্বরাষ্ট্রমন্ত্রী) পরাজিত বা ব্যর্থ হন তাহলে আপনার উচিত হবে পদত্যাগ করা।’

অধ্যাপক ড. আ জ ম শফিউল আলম ভূঁইয়া বলেন, ‘সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এমন ধরনের কথা বলছেন, তাতে হত্যাকারীদের আরো উৎসাহিত করা হচ্ছে। আবুল কাশেম ফজলুল হক স্যারের যে বক্তব্যটি নিয়ে আপনারা মন্তব্য করছেন আমি বলবো স্যারের দুটো বক্তব্য ছিল একটি হচ্ছে, বিচার চাই না আর অন্যটি শুভবুদ্ধির উদয় হোক। স্যার বিচার চান না কিন্তু আমরা চাই। আর যতদিন না আমাদের সমাজের লোকদের শুভবুদ্ধির উদয় না হবে ততদিন পর্যন্ত এ সমস্ত হত্যাকাণ্ড আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বন্ধ করা সম্ভব নয়।’

এমএইচ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।