অস্ট্রেলিয়ার বাংলাদেশে না আসা ছেলেমানুষি : ওয়ার্ন


প্রকাশিত: ০৭:১৭ এএম, ০৩ নভেম্বর ২০১৫

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর বাতিলের সিদ্ধান্ত ছিল অনেকটা ছেলেমানুষি এবং লজ্জাজনক। নিউইয়র্ক সময় সোমবার বিকালে ম্যানহাটানের মেরিয়ট মাকুয়ের্স হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তী শেন ওয়ার্ন। তবে আগামীতে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

‘ক্রিকেটার হিসাবে আমি মনে করি অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর বাতিল লজ্জাজনক। আমি মনে করি, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফরের জন্য চমৎকার দেশ হচ্ছে বাংলাদেশ। কিন্তু বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে নিরাপত্তার কথা। আমি বোর্ডকে বলেছি, নিরাপত্তার বিষয়টি হচ্ছে সিলি বিষয়। অস্ট্রেলিয়ার বাংলাদেশে না যাওয়ার বিষয়টি ছিলো ছেলেমানুষি সিন্ধান্ত। আমি আশা প্রকাশ করছি আগামীতে অস্ট্রেলিয়া টিম বাংলাদেশে যাবে।’

এদিকে বাংলাদেশের উচ্ছ্বসিত প্রশংসা করেন শেন ওয়ার্ন। দেশটিকে সম্পূর্ণ নিরাপদ উল্লেখ করে বলেন, ক্রিকেট খেলার জন্য চমৎকার জায়গা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ দলে এখন অনেক চমৎকার খেলোয়াড় রয়েছে। বাংলাদেশ ক্রিকেট টিম এখন চমৎকার এবং খুবই ভাল ক্রিকেট খেলছে। সর্বশেষ বিশ্বকাপ ক্রিকেটে তারা কোয়ার্টার ফাইনাল খেলেছে। বিশ্বের অনেক সেরা দলকে হারিয়েছে যোগ্য দল হিসাবেই।

আমেরিকায় ক্রিকেটকে জনপ্রিয় করার লক্ষ্যে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও টেক্সাসে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করা হয়েছে। সেখানে অংশ নেবেন বিশ্বক্রিকেটের শচীন টেন্ডুলকার এবং শেন ওয়ার্নসহ আরও সাবেক ২৬ জন তারকা।

আরটি/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।