ময়মনসিংহে পুলিশ-ডাকাতের গুলি বিনিময় : গুলিবিদ্ধ ২
ময়মনসিংহের চুরখাই এলাকায় ডিবি পুলিশের সঙ্গে ডাকাতদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে এ ঘটনায় পুলিশ সদস্যসহ ডাকাত দলে দুই সদস্য আহত হয়েছে। পরে তাদেরকে আটক করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আটক দুই ডাকাত হল- পটুয়াখালী জেলার কলাপাড়া থানার আলী হোসেন (২৯) ও ময়মনসিংহে হালুয়াঘাট উপজেলার মনিকুড়া গ্রামের রাজীব (২৬)। ঘটনাস্থল থেকে পুলিশ ডাকাতদের ব্যবহৃত একটি পাইপগান, গুলি, রাম দ্যা ও চাপাতিসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে।
ওসি ইমারত হোসেন গাজী জানান, সোমবার দিনগত রাতে ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে সাদা পোশাকের একদল পুলিশ ত্রিশাল উপজেলায় বিভিন্ন মামলার আসামি ধরতে যায়। রাত আড়াইটার দিকে দরিরামপুরের রাকিব হাসানের বাড়িতে ডাকাতির প্রস্তুতি সিসি ক্যামেরায় টের পেয়ে স্থানীয় লোকজনকে মোবাইল ফোনে জানায়। পরে স্থানীয়দের চিৎকারে ডাকাত দল প্রাইভেটকার যোগে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তিনি আরও জানান, ডিবি পুলিশ রাত পৌনে ৪টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই জামতলা এলাকায় প্রাইভেটকারের গতিরোধ করলে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে দুই ডাকাত গুলিবিদ্ধ হলেও বাকিরা পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থল থেকে ডাকাত দলের ব্যবহৃত একটি পাইপগান, গুলি, রাম দ্যা ও চাপাতিসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
আতাউল করিম খোকন/আরএস/পিআর