ভাগ্যের জোরে বাঁচলেন ১৬ যাত্রী


প্রকাশিত: ০৭:১২ এএম, ০৩ নভেম্বর ২০১৫

ভাগ্যের জোরে বেঁচে গেছেন মিসরের সিনাই উপত্যকায় বিধ্বস্ত রুশ বিমানের ১৬ যাত্রী। উড্ডয়নের কয়েক ঘণ্টা আগে টিকেট বাতিল করায় তারা ওই দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।

শনিবার সিনাইয়ের শারম এল শেখ বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৫টা ৫১ মিনিটে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে উড্ডয়নের মাত্র ২৩ মিনিট পর বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাশিয়ান এয়ারলাইন কোগালিমাভিয়ার এ-৩২১ এয়ারবাসের ওই বিমানটিতে যাত্রী ও ক্রুসহ ২২৪ জন আরোহী ছিলেন। বিমানটি মধ্য আকাশে ভেঙে পড়লে আরোহীদের সবাই নিহত হয়।

সোমবার কোগালিমাভিয়ার এক মুখপাত্র বলেন, সিনাইয়ের শারম এল শেখ অবকাশকেন্দ্র থেকে পিটার্সবার্গ যাওয়ার কথা ছিল আরো ১৬ যাত্রীর। কিন্তু নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে তারা টিকিট বাতিল করেন। তবে কি কারণে ওই যাত্রীরা টিকিট বাতিল করেছিলেন তা জানা যায়নি।

টিকিট বাতিলকারী ইকতারিনা গুনিনেন নামের এক যাত্রী বলেন, তার ছেলেবন্ধুর সঙ্গে উপকূলীয় অবকাশযাপন কেন্দ্র শারম এল শেখে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। শনিবার ওই বিমানে করে পিটার্সবার্গ ফেরার কথা ছিল তাদের। কিন্তু তিনি ওই বিমানের টিকিট বাতিল করে কম টাকায় অন্য বিমানে দেশে ফেরেন।

ইকতারিনা স্থানীয় রাশিয়া টুডে পত্রিকাকে বলেন, ওই ফ্লাইটে উঠলে কি হত আমি জানি না। হয়ত অন্য আরোহীদের সঙ্গে আমিও মারা যেতাম।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।