পালমিরায় আইএসের অবস্থানে রাশিয়ার বিমান হামলা
সিরিয়ার প্রাচীন শহর পালমিরায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অবস্থান লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় পালমিরার প্রত্নতত্ত্বের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা জানা যায়নি। খবর বিবিসির।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বোমা হামলায় আইএসের একটি ভূগর্ভস্থ বাংকার এবং একটি বিমানবিধ্বংসী অস্ত্র ধ্বংস হয়েছে। সু-২৫ জেটের হামলায় এসব ধ্বংস হয়েছে।
মানবাধিকার কর্মীরা বলছেন, পালিমিরার পশ্চিমাঞ্চলে ১৩ শতকের পুনঃসংস্কার করা একটি ক্যাসল সংলগ্ন এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। হামলায় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত রোমান আমলের ক্যাসলটি ধ্বংস হয়েছে। তবে ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তারা।
এর আগে গত মে মাসে পালমিরায় আইএস জঙ্গিরা বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত দুই হাজার বছর আগের দুটি মন্দির ধ্বংস করে। ইউনেস্কো আইএসের ওই ধ্বংসযজ্ঞকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে। গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করে রাশিয়া।
এসআইএস/এমএস