জুনিয়র টেনিস প্রতিযোগিতার প্রথম দিনের খেলা অনুষ্ঠিত
ওয়ালটন ২৯তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতায় প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। তবে এদিন বাংলাদেশের কোনো প্রতিযোগী ম্যাচে জয় পাননি।
বালিকা এককে ভারতের গৌরী আগার ৬-০, ৬-০ গেমে বাংলাদেশের রাইসা হায়দারকে, সারাহ মেনজ ৬-০, ৬-০ গেমে বাংলাদেশের ফাবিহা লামিসা সুচনাকে, ললিতা ৬-০, ৬-০ গেমে বাংলাদেশের সানজিদা সোহানাকে, প্রতিক্ষা সেন ৬-২, ৩-৬, ৬-২ গেমে বাংলাদেশের আফরানা ইসলাম প্রীতিকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডের টিকেট কাটেন।
চায়নার জিয়াও হি ৭-৫, ৬-৭, ৬-১ গেমে ভারতের রাসমিতা রাজনকে, হাইবো জাহিদ ৬-০, ৬-১ গেমে চাইনিজ তাইপের হিসাই চ্যাংকে, জিং জিং ইয়াং ৫-৭, ৬-৪, ৭-৫ গেমে ভারতের জিতাসা সাস্ত্রীকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হন।
চাইনিজ তাইপের হিসাই ইউন চ্যাং ৬-১, ৬-০ গেমে ভারতের রূপকথাকে, মান হুসান ওয়েং ৬-০, ৬-১ গেমে বাংলাদেশের শাহ সাফিনাকে, ইয়া চি ৬-০, ৬-০ গেমে বাংলাদেশের নাদিয়া ইসলামকে, ই চ্যাং ৬-১, ৬-০ গেমে বাংলাদেশের তৌফাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন।
নেদারল্যান্ডের লিয়ান ট্রাং ৬-০, ৬-০ গেমে বাংলাদেশর রেবেকা সুলতানাকে, ডেমি ট্রাং ৬-১, ৬-২ গেমে ভারতের মনিকা চৌধুরীকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হন।
এছাড়া শ্রীলংকার অদৈত্ব ৬-১, ৬-১ গেমে বাংলাদেশের নাজনিন সুলতানাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকেট কাটেন।
বালক এককের প্রথম রাউন্ডের খেলায় ভারতের কিরেন ৬-১, ৬-১ গেমে বাংলাদেশের আফ্রিদিকে, গুনজন ৬-০, ৬-০ গেমে বাংলাদেশের জিমকে, অমিত ৬-৩, ৬-৪ গেমে বাংলাদেশের কাউসার আলীকে, অর্জন ৬-০, ৬-০ গেমে বাংলাদেশের শ্রী রনজিত সরকারকে, গুপ্তা ৬-০, ৬-০ গেমে বাংলাদেশের তাসফিক হোসেনকে, মেঘ পাতেল ৬-০, ৬-১ গেমে বাংলাদেশের তানভির পাশাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকেট কাটেন।
এছাড়া চাইনার জিয়াদ হি ৬-০, ৬-০ গেমে বাংলাদেশের আজিজুল হাকিমকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়।
মঙ্গলবার সকাল ৯টায় প্রতিযোগিতায় বালক ও বালিকা এককের দ্বিতীয় রাউন্ডের মূলপর্বের খেলা এবং উভয় ইভেন্টের দ্বৈতের প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।
আরটি/একে/পিআর