পিরোজপুরে জামায়াত সভাপতিসহ আটক ১৩
পিরোজপুরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের সভাপতিসহ ১৩ জন নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে বিভন্ন থানায় তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, ভাণ্ডারিয়া থানা পুলিশের দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের জামায়াতের আমির আব্দুল গনী, কাউখালী থানার জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম ও জামায়াত নেতা আনোয়ার কাজী, পিরোজপুর সদর উপজেলার গনকপাড়া এলাকার রুহুল আমিন ও শহরের মাছিপুর এলাকার আব্দুল্লা আল ওয়াদুদ, নেছারাবাদ থানার ফয়সাল খান, তুফরাহান ও রুবেল, মঠবাড়িয়া থানার আবুল হোসেন ও মাছুম বিল্লা, ইন্দুরকানী থানার কোরবান নামের জামায়াত-শিবিরের নেতা কর্মীদের গ্রেফতার করে পুলিশ। এছাড়া নাজিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আরো তিনজনকে আটক করেছে পুলিশ।
পিরোজপুর পুলিশ সুপার ওয়ালিদ হোসেন জাগো নিউজকে জানান, সম্প্রতি সদর থানায় নামাজপুর এলাকায় গোপন বৈঠক করার সময় আটক করে তাদের রিমান্ডে নেয়া হয়। রিমান্ডে তারা নাশকতার সৃষ্টির পরিকল্পনার কথা স্বীকার করায় জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের নেতা কর্মীদের আটক করা হয়েছে।
হাসান মামুন/এমজেড/এমএস