প্রশ্নপত্র জালিয়াতি : ঢাবির তিন ছাত্র বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিবৃতি বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, এ ধরণের কাজ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুন্ন করে বিধায় প্রক্টরিয়াল বিধি ৫(২) ধারা অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে।
বহিস্কৃতরা হলেন- ২০১১-২০১২ শিক্ষাবর্ষের তথ্য প্রযুক্তি বিভাগের ছাত্র মো. ফরহাদ উদ্দিন, ২০১০-২০১১ শিক্ষাবর্ষের পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র এস এম ইমরুল কায়েস এবং ২০১৪-২০১৫ (প্রথম বর্ষ ভর্তি ২০০৯-২০১০) শিক্ষাবর্ষের ছাত্র দ্বীন মোহাম্মদ (সোহেল)।
এমএইচ/এএইচ/আরআইপি