শিবচরে স্কুল মাঠে পরীক্ষা
মাদারীপুরের শিবচরের খানকান্দি সৈয়দ আশরাফ আলী উচ্চ বিদ্যালয়ের জেডিসি পরীক্ষার কেন্দ্রে আসন সংকুলান না হওয়ায় বিদ্যালয়ের মাঠের মধ্যে ডেকোরেশনের মাধ্যমে তিনটি রুম তৈরি করে পরীক্ষা নেয়া হয়েছে। তবে দূর্যোগপূর্ণ আবহাওয়া হলে পরীক্ষা দেয়া অনিশ্চিত হবে বলে আশঙ্কা করছেন অবিভাবকরা।
জেডিসি পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর শিবচরে জেডিসি পরীক্ষায় ১৭টি মাদরাসার ৬৮৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা নেয়া যাবে না এ কারণে শিবচর আল-বায়তুল মামুর মাদরাসা কেন্দ্রের বিভিন্ন পাবলিক পরীক্ষা গত ৬ বছর ধরে মাদারীপুরের শিবচরে খানকান্দি সৈয়দ আশরাফ আলী উচ্চ বিদ্যালয়ে আসন বিন্যাস করা হয়। ওই বিদ্যালয়ে ৯টি রুমে পরীক্ষা হচ্ছে। এছাড়া একই ক্যাম্পাসে খানকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩টি রুম ব্যবহার করা হচ্ছে। ডেকোরেশন দিয়ে তিনটি রুমে ১৪০ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
অপরদিকে শিবচর শেখ ফজিলাতুন নেছা বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রসহ মোট ৯টি সাব ভেনুতে জুনিয়র সাটিফিকেট পরীক্ষা (জেএসসি) অনুষ্ঠত হচ্ছে।
জেডিসি পরীক্ষার্থীরা জানান, ডেকোরেশন দিয়ে তৈরি রুমে জেডিসি পরীক্ষা দিতে কোনো সমস্যা মনে হচ্ছে না। তবে বৃষ্টি আসলে আশপাশ, খাতাপত্র ভিজে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ডেকোরেশনের মালিক জানান, উপরে ত্রিপল, বাঁশ ও কাপড় দিয়ে ১৫দিনের জন্য তিনটি রুম নির্মাণ করা হয়েছে। এ নির্দিষ্ট দিনের জন্য তাকে ১৫ হাজার টাকা দেয়া হবে। তবে বৃষ্টি হলেও উপর থেকে কোনো পানি ভিতরে পড়বে না বলে তিনি দাবি করেন।
জেডিসি পরীক্ষা কেন্দ্রের সচিব আবদুল মালেক মাওলানা জানান, উপায় না পেয়ে আমরা গত দুই বছর ধরে বিদ্যালয়ের মাঠের মধ্যে ডেকোরেশন দিয়ে রুম তৈরি করে খানকান্দি এস এ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেডিসি পরীক্ষা নেয়া হয়। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেশি।
শিবচর জেডিসি পরীক্ষা কমিটির সভাপতি ও শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান আহমেদ ডেকোরেশন করে রুম তৈরি করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে পরীক্ষা নেয়ায় সন্তোষ প্রকাশ করেন।
একেএম নাসিরুল হক/এসএস/আরআইপি