অভিজিৎ হত্যাকাণ্ডে এফবিআইয়ের সহযোগিতা পাওয়া যায়নি


প্রকাশিত: ১০:১৫ এএম, ০১ নভেম্বর ২০১৫

ব্লগার ও বিজ্ঞান মনোস্ক লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) কাছ থেকে সহযোগিতা পাওয়া যায়নি বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। রোববার মহানগর গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 
মনিরুল ইসলাম বলেন, এফবিআই অভিজিৎ হত্যাকাণ্ডের ১১টি আলামত নিয়ে গেছে।অথচ এগুলো এখনো আমাদের কাছে পৌঁছায়নি। তারা এখনো কোন সহযোগিতা করতে পারেনি। আমরা নিজেদের দক্ষতা এবং তথ্য প্রমাণ নিয়ে কাজ করছি।
 
অভিজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের ৩ জনকে গ্রেফতার হয়েছে বলে জানান তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিতকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা ।

এআর/জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।