মেয়র লোকমান হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত


প্রকাশিত: ০৮:৫৩ এএম, ০১ নভেম্বর ২০১৫
ফাইল ছবি

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে জনবন্ধু লোকমান হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপি নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

কর্মসূচির শুরুতে সকালে লোকমান হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে রাজনীতিবিদসহ সর্বস্তরের জনগণ। এছাড়াও দিনব্যাপি শ্রদ্ধা নিবেদন, কালোব্যাজ ধারণ, কাঙ্গালি ভোজ, আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুরুতেই জেলা আওয়ামী লীগের পক্ষে স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নরসিংদী জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া, পরে পৌর সভার পক্ষে বর্তমান পৌর মেয়র ও লোকমানের ছোটভাই কামরুজ্জামান কামরুলসহ পৌর পরিষদের পক্ষ থেকে ফুল দেয়া হয়। এ সময় লোকমানের পরিবার, জেলা আওয়ামী লীগ, বিভিন্ন অঙ্গসংগঠনসহ নানা শ্রেণি পেশার লোকজন ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানায়।

উল্লে­খ্য, ২০১১ সালের ১ নভেম্বর সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন।

সঞ্জিত সাহা/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।