নেইমার-সুয়ারেসের গোলে বার্সার জয়
দলের সবচেয়ে বড় তারকা মেসির দায়িত্বটা নিজেদের কাঁধে তুলে নিয়েছেন নেইমার-সুয়ারেস। শনিবার রাতে এই দুজনের গোলে লা লিগায় গেটাফেকে ২-০ ব্যবধানে হারিয়েছে লুইস এনরিকের দল। আর এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট সমান করেছে বার্সেলোনা।
চোটের কারণে দলের সবচেয়ে বড় তারকা মেসি মাঠের বাইরে থাকলেও নেইমার-সুয়ারেস জুটিতে একের পর এক আক্রমণ চালাতে সমস্যা হয়নি বার্সেলোনার। গেটাফের মাঠে প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারত বার্সেলোনা। নেইমারের ক্রসে গোল করতে ব্যর্থ হয় মুনির এল হাদ্দাদি।
ম্যাচের ৩৭ মিনিটে বার্সাকে ১-০ গোলে এগিয়ে দেন সুয়ারেজ। সার্জিও রবার্তোর পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গেটাফের জালে বল জড়িয়ে দেন উরুগুইয়ান স্ট্রাইকার। লা লিগায় এ মৌসুমে এটা সুয়ারেজের অষ্টম গোল।
দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে বার্সার ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। এবারের গোলেও অবদান রবার্তোর। তার লম্বা পাস থেকে দারুণ ভলিতে বল জালে জড়ান ব্রাজিল তারকা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলেও ২-০ ব্যবধানের জয়ে নিয়ে মাঠ ছাড়েন নেইমার-সুয়ারেজরা।
এমআর/এমএস