১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে দিলে ব্যবস্থা


প্রকাশিত: ১০:৩৪ এএম, ৩১ অক্টোবর ২০১৫

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, বাবা-মা অল্প বয়সে মেয়ের বিয়ে দিয়ে দেয়ায় তারা প্রতিবাদ করতে পারেনা। তাই বর্তমান সরকার মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর বাধ্যতামূলক করেছে। ১৮ বছরের নিচে বিয়ে দিলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার মীনা দিবস উপলক্ষে জামালপুরে আয়োজিত মেলায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার নারী শিক্ষা এবং উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। যে কারণে নারীরা ছেলেদের সঙ্গে সমানতালে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে।

মেলায় জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল করিম হীরা, পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কিবরিয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আলিম প্রমুখ।

এ মেলায় স্থান পেয়েছে ১২টি স্টল।    

শুভ্র মেহেদী/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।