ঈশ্বরদী ছাড়লেন যাজক লুক সরকার
নিরাপত্তাজনিত কারণে অবশেষে ঘটনার ২০ দিনের মাথায় সপরিবারে ঈশ্বরদী ছাড়লেন খ্রিষ্টান গীর্জার যাজক লুক সরকার। এর আগে গত ৫ অক্টোবর ৩ যুবক তার বাসায় ঢুকে গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা করে। প্রশাসনসহ সারাদেশে এই ঘটনা আলোচিত হয়ে ওঠে।
পুলিশ বলছে, বদলিজনিত কারণে তিনি খুলনা গেছেন। তবে খ্রিষ্টান মিশনারীর একাধিক সূত্রে জানা গেছে, নিরাপত্তাজনিত কারণে তিনি ঈশ্বরদী ছেড়েছেন।
শনিবার সকালে তার বাসায় গিয়ে দেখা গেছে, তিনি নেই। বাড়ির মালিক মনিরুল ইসলাম মল্লিক ও আশপাশের লোকজন জানান, গত মঙ্গলবার লুক সরকার সপরিবারে ঈশ্বরদী থেকে চলে গেছেন। খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন বিষয়টিয় গোপনীয়তা রক্ষা করছেন।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস এ ব্যাপারে জানান, লুক সরকার বদলিজনিত কারণে এখান থেকে চলে গেছেন। নিরাপত্তার কোনো অভাব বর্তমানে এখানে নেই।
খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন লুক সরকারের খুলনায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, আপাতত লুক সরকারকে কোনো দায়িত্ব দেয়া হয়নি। তার মনের ভয় দূর করার জন্য এবং মানসিকভাবে একটু স্থিতিশীল রাখার জন্য কিছুদিনের জন্য ছুটিতে রাখা হয়েছে।
ঈশ্বরদী মিশনের বিধান রায় খোকন জানান, হামলার পর থেকে লুক সরকার প্রতিদিন ভীতির মধ্যে কাটিয়েছেন। ফলে তাকে এখানে রাখলেও তিনি স্বাভাবিক কাজকর্ম করতে পারতেন না। ভয়ের বিষয়টি তিনি একাধিক ব্যক্তির কাছে বলেছেনও।
উল্লেখ্য, গত ৫ই অক্টোবর সকাল ৯ টায় ঈশ্বরদী বিমানবন্দর সড়কে অবস্থিত একটি ভাড়া বাসায় বসবাসরত খ্রিষ্টান গীর্জার যাজক লুক সরকারকে (৬০) হত্যার উদ্দেশ্যে তিন যুবক তার বাড়িতে ঢুকে ছুরিকাঘাত করে। এ সময় তার স্ত্রী পলি সরকার চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। দুর্বৃত্তরা তখন মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। এরপর পুলিশ, র্যাব ও এনএসআই প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি টিম আসামিদের আটকের জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করে এবং অবশেষে তারা ধরা পড়ে।
আলাউদ্দিন আহমেদ/এসএস