জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৩ নেতা আটক


প্রকাশিত: ০৯:২৪ এএম, ৩১ অক্টোবর ২০১৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নিকরদিঘী গ্রামে নাশকতার পরিকল্পনার সময় জিহাদী বই, লিফলেটসহ ৩ জামায়াত-শিবির নেতাকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ। শনিবার দুপুর ১২ টায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল।

আটকরা হলেন- বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাতক্ষীরার কলারোয়া উপজেলার তুলশীডাঙ্গা গ্রামের মৃত. মজিবর রহমানের ছেলে জামায়াত নেতা মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী (৪০), সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার জামায়াত নেতা আজিজ সরকারের ছেলে আব্দুর রহমান গাজী (২৫) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিবির নেতা সাতানা গ্রামের আবু তাহেরের ছেলে ইমরান হোসেন (২২)।

জয়পুরহাট পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে পাঁচবিবি উপজেলার নিকরদিঘী গ্রামে য্দ্ধুাপরাধী মামলার রায় ঠেকাতে গোপন বৈঠকের সময় জিহাদী বইসহ ওই ৩ জামায়াত-শিবির নেতাকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা পালিয়ে যায়। আটকদের কাছ থেকে ১০টি জিহাদী বই ও বিপুল পরিমাণ লিফলেট উদ্ধার করা হয়েছে।      

রাশেদুজ্জামান/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।