রোমানিয়ায় নাইট ক্লাবে আগুন : নিহত ২৭


প্রকাশিত: ০৪:১৭ এএম, ৩১ অক্টোবর ২০১৫

ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ রোমানিয়ার একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫৫ জন। খবর বিবিসি।

শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনাকে গত কয়েক দশকের সবচেয়ে বড় দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছেন রোমানিয়ার উপ-স্বরাষ্ট্র মন্ত্রী রেয়াদ আরাফাত।

প্রত্যক্ষদর্শীরা জানায় নাইট ক্লাবে আগুনের খেলা দেখানো হচ্ছিলো। হঠাৎ করেই সিলিংয়ের একটি পিলারে আগুন ধরে যায় এবং ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ধোয়ায় ছেয়ে যায় পুরো নাইট ক্লাব।

উল্লেখ্য, ঘটনার সময় ক্লাবটিতে প্রায় ৪০০ জন উপস্থিত ছিলেন। দ্রুত ক্লাব থেকে বের হতে গিয়ে অনেকেই পদদলনের শিকার হন। ইতিমধ্যে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।