সিলেটে খাদ্যে বিষক্রিয়ায় ১২ জন হাসপাতালে
সিলেটে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন শহরতলির বালুচর এলাকার দুই পরিবারের ১২ সদস্য। শুক্রবার ভোরে তাদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ১ ও ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
চিকিৎসকরা ধারণা করছেন তাদের খাবারে কেউ বিষাক্ত পদার্থ মিশিয়ে দেয়। তারা সবাই রাতের খাবার খেয়ে অজ্ঞান হয়ে গেলে প্রতিবেশীরা খবর পেয়ে তাদের উদ্ধার করেন।
সিলেট এমএজি ওসমানী হাসাপাতালে ভর্তি বিষক্রিয়ায় আক্রান্ত ব্যক্তি ও তাদের স্বজনরা জানান, রাতে তারা খাবার খেয়ে অজ্ঞান হয়ে পড়েন। আক্রান্তদের মধ্যে নারী এবং শিশুরাও রয়েছেন।
চুরি বা ডাকাতির উদ্দেশ্যে তাদের খাদ্যে এই বিষ মেশানো হয়েছে বলে মনে করেন আক্রান্তের স্বজনরা। পরিবারের দুজন সদস্য খাবার না খাওয়ায় তারা প্রতিবেশিদের খবর দিলে প্রতিবেশিরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. বিদুর কান্তি সাহা জাগো নিউজকে জানান, বর্তমানে আক্রান্তরা আশঙ্কামুক্ত রয়েছেন। তবে দুজনের অবস্থা কিছুটা গুরুতর।
তাদের খাবারে কোন ধরনের বিষ মেশানো হয়েছিল তা ফরেনসিক টেস্টে জানা যাবে না। টেস্টের রিপোর্ট পেলেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান এই চিকিৎসক।
ছামির মাহমুদ/এমজেড/আরআইপি