জয়ের দেখা পেলো বাংলাদেশ `এ` দল


প্রকাশিত: ০৪:১৫ এএম, ৩০ অক্টোবর ২০১৫

অবশেষে জয়ের দেখা পেলো বাংলাদেশ ‘এ’ দল। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার ক্লাব গটেং স্ট্রাইকার্সের বিরুদ্ধে সফরের শেষ ওডিআইতে ২ উইকেটে জয় পেয়েছে শুভাগত-সৌম্যরা।

নিজেদের মাঠে শুরুতে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১০০ রান করে গাউটেং স্ট্রাইকার্স। দলটির হয়ে রায়ান রিকেলটন ও সিজওয়ে মাসেনডো সর্বোচ্চ ২৬ রান করেন।  স্বাগতিকদের হয়ে আর কেউ দুই অঙ্কের কোটা স্পর্শ করতে না পারেনি। মাত্র ৩৩.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০০ রান করে গাউটেং স্ট্রাইকার্স।
 
বাংলাদেশের হয়ে জুবায়ের হোসেন লিখন ও কামরুল ইসলাম রাব্বি ৪টি করে উইকেট নেন। এ ছাড়া আল-আমিন হোসেন ও সৌম্য সরকার একটি করে উইকেট নেন।
 
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ ‘এ’ দলেরও। দলীয় ৫ রানের সময় শূন্য রানেই সাজঘরে ফেরেন ওপেনার রনি তালুকদার। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ২০ রান। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ ৩২ বল মোকাবিলা করে সর্বোচ্চ ২৬ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। সাব্বির রহমান ১২ রান করেন। দলের অন্যদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

মাত্র ১০০ রানের লক্ষ্যে পৌঁছাতেই ৮ উইকেট হারিয়ে বসে তারা। তারপরও ২২.৪ বল মোকাবিলা করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ ‘এ’ দল।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।