স্বপ্নের নায়ক ওয়ার্নের সঙ্গে ইয়াসিরের অনুশীলন


প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৯ অক্টোবর ২০১৫

স্বপ্নের নায়ক অস্ট্রেলিয়ার কিংবদন্তি বোলার শেন ওয়ার্নের সঙ্গে অনুশীলন করলেন পাকিস্তানের নতুন সেনশেসন স্পিনার ইয়াসির শাহ।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে পাকিস্তান দলের অনুশীলন সেশনে হাজির হয়ে লেগ স্পিনার শাহর সঙ্গে ওয়ান টু ওয়ান অনুশীলন করেন ওয়ার্ন।

প্রায় আধা ঘণ্টা অনুশীলন শেষে ইয়াসির বলেন, কিংবদন্তি ওয়ার্নের সঙ্গে অনুশীলন করায় তার আজীবনের স্বপ্ন পূরণ হয়েছে।

আমিরাতে একটি গলফ টুর্নামেন্টকে প্রোমোট করতে বর্তমানে শারজাহতে অবস্থান করা ওয়ার্নের এই প্রথমবার আনুষ্ঠানিক সাক্ষাৎ হলো।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।