জয়পুরহাটের উন্নয়নে ২৭০ কোটি টাকা বরাদ্দ দেয়ায় আনন্দ মিছিল


প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২৯ অক্টোবর ২০১৫

চলতি অর্থবছরে জয়পুরহাটের রাস্তা-ঘাটসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকার ২৭০ কোটি টাকার অর্থ বরাদ্দ অনুমোদন করায় যেন খুশির বন্যা বইছে জেলাজুড়ে। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলীর নেতৃত্বে আনন্দ মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সংগঠনটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

পরে শহরের জিরো পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলী, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মুমিন আহম্মেদ চৌধূরী, জহুরুল ইসলাম, শেখর মজুমদার, মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক সুমন সাহা প্রমূখ।

জয়পুরহাটে ব্যাপক উন্নয়নের লক্ষ্যে ২৭০ কোটি টাকার বরাদ্দ অনুমোদন করায় সরকারকে ধন্যবাদ জানান বক্তারা।

রাশেদুজ্জামান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।