মেসিকেই চান ব্রাজিলের কোচরা


প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২৯ অক্টোবর ২০১৫

বিশ্ব ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আর্জেন্টিনা-ব্রাজিল। অথচ প্রতিদ্বন্দ্বী দেশের খেলোয়াড়কে নিজ দলে চাইছেন ব্রাজিলের কোচেরা। লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো? এমন প্রশ্ন রাখা হয়েছিল ব্রাজিলের প্রথম ডিভিশন ব্রাসিলেরো সিরি আ কোচদের কাছে। অবাক করা ব্যাপার আর্জেন্টিনার সঙ্গে তিক্ত প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস থাকা স্বত্বেও অধিকাংশ কোচই মেসিকে দলে রাখতে চেয়েছেন।

পোম্বোর আয়োজিত একটি জরিপে কোচদের প্রশ্ন করা হয় তাদের যদি প্রয়োজনীয় অর্থ সরবরাহ করা হয় তাহলে তারা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কাকে বেছে নেবেন? ২০টি দলের ১৪ জন কোচই রোনালদোর আগে মেসিকে বেছে নেয়া কথা জানান।

অন্যদিকে জরিপে ক্রিস্টিয়ানো রোনালদো পান মাত্র পাঁচটি ভোট। বাকি একজন কোচ ঠিক করতে পারেননি মেসি ও রোনালদোর মধ্যে কাকে বেছে নেবেন।

আরটি/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।