ঢাবিতে শহীদ সিনহা স্বর্ণপদক প্রবর্তন


প্রকাশিত: ০৩:০১ পিএম, ২৯ অক্টোবর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ‘শহীদ সিনহা স্বর্ণপদক’ প্রবর্তন করা হয়েছে। এই স্বর্ণপদক প্রবর্তনের লক্ষ্যে প্রয়াত আবু নাসিম মো. শহীদ সিনহার স্ত্রী ইসমাত শহীদ ১০ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেছেন। বৃহস্পতিবার শহীদ সিনহার যুক্তরাষ্ট্র প্রবাসী মেয়ে ইজ্জাত তানজিন হোসেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের কাছে এ অর্থ প্রদান করেন।

এ ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতক সম্মান এবং মাস্টার্স পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত দুইজন মেধাবী শিক্ষার্থীকে ‘শহীদ সিন্হা স্বর্ণপদক’ প্রদান করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক স্বর্ণপদক প্রবর্তনে আর্থিক অনুদানের জন্য দাতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই অনুদানের ফলে ছাত্র-ছাত্রীরা লেখাপড়ায় আরও উৎসাহিত ও মনোযোগী হবে।

এ সময় তিনি প্রয়াত শহীদ সিনহার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

উপাচার্য দফতরে আয়োজিত এ চেক হস্তান্তর অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন- সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

প্রসঙ্গত, ভাষা সৈনিক আবু নাসিম মো. শহীদ সিনহা ১৯৩৬ সালের ২ ফেব্রুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বিশিষ্ট ছাত্রনেতা হিসাবে তিনি ভাষা আন্দোলনে সরাসরি অংশ নেন। শহীদ সিনহা প্রাক্তন ঢাকা হলের (বর্তমানে শহীদুল্লাহ হল) সহ-সভাপতি ছিলেন। তিনি দেশের সফল বাণিজ্যিক প্রতিষ্ঠান ইস্ট এশিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। ২০১৫ সালের ১ জানুয়ারি তিনি ইন্তেকাল করেন।

এমএইচ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।