এক সন্তান নীতি থেকে সরে আসল চীন


প্রকাশিত: ১২:৫১ পিএম, ২৯ অক্টোবর ২০১৫

তিন দশক ধরে চলমান এক সন্তান নীতি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে চীন। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির এক বিবৃতি বরাত দিয়ে বার্তা সংস্থা সিংহুয়া এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, এ সিদ্ধান্তের ফলে তিন দশক ধরে চলা এক সন্তান নীতির অবসান হয়েছে। এখন থেকে চীনা দম্পতিরা দুই সন্তান নিতে পারবেন।

জন্মনিয়ন্ত্রণ ও জনসংখ্যার বৃদ্ধির হার কমানোর জন্য চীন ১৯৭৯ সালে এক সন্তান নীতি গ্রহণ করে। সম্প্রতি চীনে প্রাপ্তবয়স্ক নারীর সংখ্যা কমে যাওয়ায় স্ত্রী ভাগাভাগির পরামর্শ দেয় কর্তৃপক্ষ। এরপরেই এক সন্তান নীতি থেকে সরে আসার ঘোষণা দিলো দেশটির সরকার।

বেইজিংয়ে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় অর্থনৈতিক প্রবৃদ্ধি সুষম করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। চারদিনের সভা শেষে বৃহস্পতিবার ক্ষমতাসীন দলটি এ তথ্য জানায়। এর আগে দেশটিতে এক সন্তান নীতি ভাঙার কারণে কঠোর শাস্তি বিধান করা হয়। সেসময় আইন ভঙ্গকারীদের জরিমানা চাকরিচ্যুতিসহ জোরপূর্বক গর্ভপাতের ঘটনাও ঘটে।

এসঅাইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।