জিম্বাবুয়ে সিরিজের টাইটেল স্পন্সর প্রাণ আপ


প্রকাশিত: ১২:০৮ পিএম, ২৯ অক্টোবর ২০১৫

আবারও ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ। প্রাণ`র জনপ্রিয় পানীয় ব্র্যান্ড ‘প্রাণ আপ’ আসন্ন জিম্বাবুয়ে সিরিজের স্পন্সর হয়েছে। প্রতিষ্ঠানটি টাইটেল স্পন্সরশিপ কিনে নিয়েছে। ফলে সিরিজটির নাম হবে `প্রাণ আপ জিম্বাবুয়ে সিরিজ`। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাণ-আরএফএল গ্রুপের মিডিয়া প্রধান সুজন মাহমুদ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম টেলিফোনে জানতে চাইলে জাগো নিউজকে জানান, এমনটি শুনেছি, তবে আমরা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করিনি।

তিনি আরও বলেন, ক্রিকেট বোর্ড এক্সিম টেকনোলজির কাছে স্বত্ব বিক্রি করেছে। তারা কার কাছে বিক্রি করবে সেটি তাদের এখতিয়ার।

এর আগে দেশীয় কোন প্রতিষ্ঠান হিসেবে প্রাণ পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলের স্পন্সর হয়েছিল। ওই সিরেজে পাকিস্তানের বিপক্ষে ৩টি ওয়ানডে, ২টি টেস্ট ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ। ব্যাপক সাফল্য পায় বাংলাদেশ ক্রিকেট দল।

এবারের সিরিজে ৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ (ওয়ানডে) ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজ উপলক্ষে আগামী ২ নভেম্বর ঢাকায় আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। একদিনের ম্যাচ দিয়ে সিরিজের খেলা শুরু হবে আগামী ৭ নভেম্বর। সবগুলো খেলা অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে।

আরটি/এসএ/আরএস​

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।