বিপিএলের শুরুতেই মুখোমুখি সাকিব-তামিম


প্রকাশিত: ১১:১৯ এএম, ২৯ অক্টোবর ২০১৫

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হচ্ছে আগামী ২২ নভেম্বর। শুরুতেই মোকাবেলা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সেরা দুই তারকা সাকিব আল হাসানের রংপুর রাইডার্স এবং তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস।

ইতোমধ্যেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজি প্রস্তাবিত একটা সূচি পেয়ে গেছে। তবে সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। তাদের দাবি বিশেষ কিছু দলকে সূচিতে সুবিধা দেয়া হয়েছে।

বিপিএলের দ্বিতীয় আসরে তিনটি ভেন্যু থাকলেও এবার খেলা হবে দুটি ভেন্যুতে। খুলনার কোনো ফ্র্যাঞ্চাইজি না থাকায় এবার খুলনায় খেলা হচ্ছে না। ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসরের সব ম্যাচ অনুষ্ঠিত হবে।

আগের মত এবারও প্রতিদিন দুটি করে ম্যাচ মাঠে গড়াবে। প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায় আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। এক টিকিটেই দুটি ম্যাচ দেখতে পারবে দর্শক।

২২ থেকে ২৭ নভেম্বর মোট ১২টি ম্যাচ মাঠে গড়াবে মিরপুরে। দুইদিন বিরতির পর ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত খেলা হবে চট্টগ্রামে। এরপর আবার দুই দিন বিরতির পর ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর খেলা হবে মিরপুরে।

তবে সেমিফাইনাল আর ফাইনালের ভেন্যু এখনও চূড়ান্ত করা হয়নি। একটি সেমিফাইনাল চট্টগ্রামে রাখার ইচ্ছা রয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের। তবে ফাইনাল ম্যাচটি মিরপুরেই আয়োজন করা হবে বলে জানা গেছে।

আরটি/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।