বাংলাদেশ রাজাকারের দেশ নয় : সংস্কৃতিমন্ত্রী


প্রকাশিত: ১০:৪৮ এএম, ২৯ অক্টোবর ২০১৫

রাজাকার গোলাম আযমের জেলায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন প্রসঙ্গে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাংলাদেশ কোনো রাজাকারের হতে পারে না। যারা রাজাকার ছিল তারা বাংলাদেশের নয়। বাংলাদেশ স্বাধীনতাকামী মানুষের জন্য, বাঙালির জন্য।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে রবীন্দ্র কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শাহাজাদপুরও রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত স্থান। সেই জন্যই প্রধানমন্ত্রী সেখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত অনেক আগেই ঘোষণা করেছিলেন।

মন্ত্রী বলেন, কুষ্টিয়া সার্ক`র রাজধানী হওয়ার কথা থাকলেও সার্ক এর কর্মকর্তারা এটি নির্ধারণ করেন। তারা পর্যটনের উপর সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

এ সময় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
 
আল-মামুন সাগর/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।