আবদুল কালাম সেবা রত্ম পুরস্কার দেবেন দালাই লামা
তিব্বতের অাধ্যাত্মিক নেতা দালাই লামা আগামী ৯ নভেম্বর ভারতের মিসাইল ম্যান খ্যাত প্রয়াত আবদুল কালাম সেবা রত্ম অ্যাওয়ার্ডস প্রদান করবেন। বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও সংস্থাকে প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ডস বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে। খবর দ্য হিন্দুর।
বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী দেশটির সাবেক প্রেসিডেন্ট এপিজে আবদুল কালামের নামে এই অ্যাওয়ার্ডস চালু করা হয়েছে। আবদুল কালামস ভিসন ইন্ডিয়া মুভমেন্ট নামে একটি জাতীয় আন্দোলন দেশজুড়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জনসেবামূলক কাজ ও বৃক্ষরোপনের স্বীকৃতিস্বরুপ এ পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। নিরাপদ পানি সরবরাহ, গ্রীন ক্যাম্পাস, শহর ও গ্রাম সৃষ্টিসহ বিভিন্ন ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ডস প্রদান করা হবে।
ইতোমধ্যে ১০ লাখের মতো ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম নিবন্ধন করা হয়েছে। নিরাপদ পানি সরবরাহ, গ্রীন ক্যাম্পাস, শহর ও গ্রামে বৃক্ষরোপনসহ আরো কয়েকটি ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হবে। এক দশকেরও বেশি সময় ধরে আবদুল কালামের উপদেষ্টার দায়িত্ব পালন করা ভি পনরাজ এ তথ্য জানিয়েছেন।
শুধুমাত্র বৃক্ষরোপন ক্যাটাগরিতে এ পুরস্কারের জন্য সাত লাখেরও বেশি আবেদন জমা পড়েছে। এছাড়া ৭২ হাজারের বেশি মানুষকে পুনর্বাসনের ব্যবস্থা করায় ৯টি সংস্থা এ পুরস্কারের জন্য আবেদন করেছে। শান্তি এবং সমৃদ্ধির ধারণা নিয়ে আবদুল কালাম এবং দালাইলামার চিন্তা-ভাবনা একইরকম হওয়ায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার জন্য দালাইলামাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
চলতি বছরের ২৭ জুলাই ভারতের সাবেক এই রাষ্ট্রপতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি বক্তৃতা দেয়ার সময় হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই কিংবদন্তী পরমাণু বিজ্ঞানী।
এসঅাইএস/এমএস