বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দল ঘোষণা


প্রকাশিত: ০৫:০৩ এএম, ২৯ অক্টোবর ২০১৫

শেষ পর্যন্ত বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল। আগামী ১৪ নভেম্বর ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া। রাশিয়া বিশ্বকাপে বাছাই পর্বের এ ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে সকারুরা। আগামী ১৭ নভেম্বর ঢাকায় স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে সকারুরা।

এদিকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় উদ্বিগ্ন অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন। তাই বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে খেলতে বাংলাদেশে আসতে চাইছিল না দলটি। এ প্রেক্ষিতে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন বিশ্ব ফুটবল সংস্থা ফিফার কাছে খেলাটি বাতিল অথবা ভেন্যু পরিবর্তনের আবেদন জানিয়েছিল। কিন্তু বিশ্ব ফুটবল সংস্থা ফিফা তাদের অবেদন প্রত্যাখ্যান করে।

অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন বিশ্বকাপ বাছাইয়ের খেলা সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছিল। কিন্তু ফিফা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট থাকায় শেষ পর্যন্ত ঢাকায় আসতেই হচ্ছে সকারুদের। যদিও অধিকতর নিরাপত্তা ব্যবস্থার দাবি করছে তারা।

অস্ট্রেলিয়া দল:
গোলরক্ষক: অ্যালেক্স কিস্যাক, অ্যাডাম ফেডেরিচি, ম্যাট রায়ান।

ডিফেন্ডার: জ্যাসন ড্যাভিডসন, রায়ান ম্যাকগোয়ান, জেমস মেরেডিথ, জস রিসডন, ট্রেন্ট সাইন্সবুরি, ম্যাট স্পিরানোভিচ, অ্যালেক্স উইলকিনসন, ব্যাইলি রাইট।

মিডফিল্ডার: মাইলে জেডিনাক, মাসিমো লুঙ্গো, ম্যাট ম্যাকাই, মার্ক মিলিগান, অ্যারন মুই, টম রজিচ।

ফরোয়ার্ড: নাথান বার্নস, টিম কাহিল, টমি জুরিচ, ম্যাথু লেকি, টমি ওয়ার, জেমস ট্রইসি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।