জাবিতে তিন ইউনিটের ভর্তি পরীক্ষা আজ


প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২৮ অক্টোবর ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে আজ (বৃহস্পতিবার) ‘ই’ (বিজনেস স্টাডিজ অনুষদ), ‘জি’ (আইবিএ-জেউ) ও ‘এফ’ (আইন অনুষদ) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৫০ পর্যন্ত তিনটি ভিন্ন শিফটে ‘ই’ ইউনিট, দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত একমাত্র শিফটে ‘জি’ ইউনিট এবং ২টা ৫৫ থেকে ৫টা ২০ পর্যন্ত দুটি ভিন্ন শিফটে ‘এফ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর ‘ই’ ইউনিটে ২০০ আসনের বিপরীতে ১৮ হাজার ৪৭২টি, ‘জি’ ইউনিটে ৫০টি আসনের বিপরীতে ৬ হাজার ৪৪৮ এবং ‘এফ’ ইউনিটে ৫৫টি আসনের বিপরীতে ১৫ হাজার ১৬৭টি আবেদন জমা পড়েছে।

কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী এসব তথ্য জানিয়েছেন।

হাফিজুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।