কুষ্টিয়ায় ভূমি মেলায় সেবা প্রত্যাশীদের ভিড়


প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২৮ অক্টোবর ২০১৫

কুষ্টিয়ার ছয়টি উপজেলায় শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী ভূমি মেলা। জেলা প্রশাসনের সহযোগিতায় প্রত্যেক উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মতাে শুরু হওয়া এই অন্য রকম ভূমি মেলায় প্রতিদিন কয়েক হাজার সাধারণ মানুষ সেবা নিচ্ছেন। এতে একদিকে যেমন সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করছে অন্যদিকে দ্রুত সময়ে সেবা পেয়ে জনগণ খুশি হচ্ছেন।

গত সোমবার থেকে শুরু হওয়া কুষ্টিয়ায় প্রথমবারের মতো ভূমি মেলা শুরু হয়েছে। সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জেলার ভূমি মেলার উদ্বোধন করেন। পর্যায়ক্রমে দুই দিনে বাকি পাঁচটি উপজেলায়ও জেলা প্রশাসক মেলার উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে তিন দিন এ মেলার সময় থাকলেও সেবা গ্রহীতাদের আগ্রহ এবং উপচে পড়া ভিড় দেখে সাত দিন ধরে চলবে এই মেলা বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে।

উপজেলা ভূমি অফিস সুত্র জানায়, ভূমি মেলায় জমি সংক্রান্ত নানা সমস্যা নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে ভীড় করছেন। গত তিন দিনে কয়েকশ মানুষ নাম জারির আবেদন গ্রহণ করেছেন। ফাইল জমা নিয়ে কাগজপত্র পরীক্ষা করে তাৎক্ষণিকভাবেই সেবা দিচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা।  

সেবা প্রত্যাশিরা জানান, সাধারণত একটি জমির খারিজ খতিয়ান করতে এক মাস সময় লাগে। তবে মেলায় এসে সকল কাগজপত্র জমা দিয়ে সঙ্গে সঙ্গে হোল্ডিং নম্বর খুলে দেয়া হচ্ছে। এজন্য সরকার নির্ধারিত টাকা জমা দিতে হচ্ছে জমির মালিকদের। ৩০ দিনের কাজ এক দিনেই করাতে পেরে তারা খুশি। কোনো হয়রানি নেই।

সহকারী কমিশনার (ভূমি) সদর উপজেলা হাফিজ আল আসাদ জাগো নিউজকে জানান, প্রথমবারের মতো মেলা হলেও উপচে পড়া ভীড়। জমির কাজ বলতেই দালাল ধরতে হয়। এখানে এসে সবাই নিজের কাজ নিজে বুঝে করতে পারছেন।

এদিকে মানুষকে সচেতন করতে ও মেলা থেকে সেবা নিতে আগ্রহী করতে তুলতে জেলা ও উপজেলা প্রশাসন থেকে নানা উদ্যোগ নেয়া হয়। প্রতিটি ইউনিয়নে মাইকিং, স্থানীয় কেবল লাইনে বিজ্ঞাপন, ইউনিয়ন কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের কাছে বার্তা পৌঁছানো হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন জাগো নিউজে বলেন, মেলার মাধ্যমে গত তিন দিনে ৬ থেকে ৭ হাজার মানুষ পরামর্শ ও সেবা নিয়েছেন। আর দুই হাজার মানুষ সরসারি সেবা নিয়েছেন। অনেকে আসছেন জানতে ও বুঝতে।

জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জাগো নিউজকে বলেন, ভূমি সংক্রান্ত বিধি ও আইন কানুন জনসাধারণের সামনে সহজ ও সুন্দরভাবে তুলে ধরতেই ভূমি মেলার আয়োজন করা হয়েছে। এতে ব্যাপক সাড়া পড়েছে। রাজস্ব আদায়ও বেড়েছে।

আল-মামুন সাগর/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।