চাঁদপুরে অস্ত্রসহ সন্ত্রাসী আটক


প্রকাশিত: ০২:১৯ পিএম, ২৮ অক্টোবর ২০১৫

বিদেশি পিস্তল ও ছুরিসহ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় হুমায়ুন কাজী নামে এক সন্ত্রাসীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার উপজেলার ছেংগারচর পৌরসভার শিকিরচর গ্রামে হুমায়ুন তার চাচা শওকত আলীকে নাইনএমএম বিদেশি পিস্তল দিয়ে মাথায় আঘাত করেন। আঘাতে তিনি গুরুতর আহত হন।

পরে পুলিশ পিস্তল ও ছুরিসহ আহমদ আলী কাজীর ছেলে হুমায়ুন কাজীকে (২৫) আটক করে। চাঁদপুরের মতলব উত্তর থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শিকিরচর গ্রামের শওকত আলী কাজী ও ভাতিজা হুমায়ুন কাজীর মধ্যে পারিবারিক বিষয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরই একপর্যায়ে হুমায়ুন কাজী ক্ষিপ্ত হয়ে বিদেশি অস্ত্র দিয়ে চাচা শওকত আলীর মাথায় আঘাত করেন।

মতলব উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন জাগো নিউজকে বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। সেখান থেকে হুমায়ুন কাজী নামে একজনকে বিদেশি পিস্তল ও ছুরিসহ আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নেয়া হবে।

ইকরাম চৌধুরী/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।