না.গঞ্জে ৮ বিএনপি নেতাকে শ্যোন এরেস্ট


প্রকাশিত: ০২:১৬ পিএম, ২৮ অক্টোবর ২০১৫

নারায়ণগঞ্জে নাশকতার আরো চার মামলায় কারাগারে থাকা বিএনপি, ছাত্রদল ও যুবদলের আট নেতাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট আদালতে আসামি পক্ষের আইনজীবী বোরহান উদ্দিন সরকার শ্যোন অ্যারেস্টের আবেদন করেন।

আদালত তার আবেদন মঞ্জুর করে পুলিশকে চার মামলায় আটজনকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন। যাদের শ্যোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দেয়া হয়েছে তারা হলেন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ, যুগ্ম সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও রানা মজিব, মাহবুব হাসান জুলহাস, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিদুর রহমান রশো, সদর থানা ছাত্রদলের সভাপতি রাফিউদ্দিন রিয়াদ।

বোরহান উদ্দিন সরকার জাগো নিউজকে জানান, নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট অশোক কুমার দত্ত চার মামলায় শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন। তবে আদালত গ্রেফতারদের জামিন আবেদন না মঞ্জুর করেছেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাগুলো হলো, ৫(১) ১৫, ২(১)১৫, ৯(১)১৫ এবং ফতুল্লা মডেল থানার মামলাটি হচ্ছে ৩২(১) ১৫।

কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম হোসেন জাগো নিউজকে জানান, গত রোববার দুপুরে নাশকতা ও বিস্ফোরক আইনে সদর থানায় দায়ের করা ৪টি মামলায় বিএনপি ও যুবদল ছাত্রদলের নয়জন নেতা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে তাদের জামিন না মঞ্জুর করে জেলে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর নাশকতার চার মামলায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নয়জন নেতা। এছাড়া একইদিন রূপগঞ্জের একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় যুবদল নেতা আলমগীরও আতসমর্পণ করেন। পরে ২৬ অক্টোবর দুপুরে তাদের পক্ষের আইনজীবী আরও ছয়টি মামলায় আদালতে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেন। আদালত তাদের আবেদন মঞ্জুর করেছেন। বুধবার পর্যন্ত মোট ১৪টি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হল আত্মসমর্পণকারী নয়জন বিএনপি নেতাকে।

মো.শাহাদাৎ হোসেন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।