ব্রিটিশ শিক্ষাবিদদের ইসরায়েলি বিশ্ববিদ্যালয় বর্জন
ইসরায়েলের বিশ্ববিদ্যালয়গুলো বর্জনের ঘোষণা দিয়েছেন ব্রিটেনের অন্তত ৩৪৩ জন শিক্ষাবিদ। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের হত্যা-নির্যাতনের প্রতিবাদে শিক্ষাবিদরা এ সিদ্ধান্ত নিয়েছেন।
‘ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে যুক্তরাজ্যের শিক্ষানুরাগী সম্প্রদায়’ নামের একটি সংগঠন এ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানে এ বিষয়ে একটি বিজ্ঞাপনও প্রকাশ করা হয়েছে।
ব্রিটিশ শিক্ষাবিদরা বলেন, ফিলিস্তিনিদের প্রতি মানবাধিকার লঙ্ঘন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলের কোনো বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনের আমন্ত্রণ গ্রহণ করা হবে না। দেশটির অর্থায়নে আয়োজিত কোনো সম্মেলনেও অংশ নেবেন না তারা। ইসরায়েল আন্তর্জাতিক আইন না মানা পর্যন্ত এ বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।
এসঅাইএস/আরআইপি