সুপ্রিমকোর্টের বিচারপতিদের হত্যার হুমকি দিয়ে চিঠি
সুপ্রিমকোর্টের বিচারপতিদের হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে ৪১ বিচারপতিকে তারা হুমকি দিয়েছে।
হুমকির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। তবে কতজনকে হুমকি দেয়া হয়েছে তা জানাতে পারেননি তিনি।
রেজিস্ট্রার জানান, চিঠিটি একজন বিচারপতির (চেম্বারে) কক্ষের দরজার নিচ দিয়ে ঢুকানোর সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এক কর্মচারীকে আটক করে শাহবাগ থানায় সোর্পদ করা হয়েছে।
পরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু বক্কর সিদ্দিক জাগো নিউজকে বলেন, ওই চিঠিটি কোন ঠিকানা থেকে আসছে এবং কার নির্দেশে এগুলো বিতরণ করা হচ্ছে বিষয়গুলো জানার জন্য প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকেও হ্ত্যার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর। এ বিষয়ে জানতে চাইলে তিনি জাগো নিউজকে বলেন, হুমকির বিষয়টি মিডিয়ার মাধ্যমে জেনেছি। তবে কতজন বিচারপতিকে হুমকি দেয়া হয়েছ সেটা আমি অবগত নই।
এফএইচ/এসকেডি/একে/আরআইপি