ইন্টারনেট নিউট্রালিটি চান জুকারবার্গ


প্রকাশিত: ১১:৩০ এএম, ২৮ অক্টোবর ২০১৫

ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ ভারতের টাউন হলে একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছেন। বুধবারের এ প্রশ্নোত্তর পর্বে তিনি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় ফেসবুকের প্রধান নির্বাহী এই কর্মকর্তা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নিউট্রালিটিকে পুরোপুরি সমর্থন করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এ বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশের আইন-কানুনের প্রতি তার সমর্থন রয়েছে বলে জানান। জুকারবার্গ বলেন, প্রত্যেক বছর বিশ্বের বিভ্ন্নি দেশের টেলিকম অপারেটররা ব্যবহারকারীদের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে। আর আমরা গ্রাহকদের বিনামূল্যে ইন্টারনেট সেবা দেওয়ার চেষ্টা করছি। তিনি বলেন, যদি কোনো টেলিকম অপারেটর তাদের নিজস্ব সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে চায় কিন্তু তা ব্যবহারকারীদের জন্য কষ্টকর হয় সেক্ষেত্রে ইন্টারনেট নিউট্রালিটি প্রয়োজন।

mark-zuckerberg
জুকারবার্গ বলেন, জিরো র‌্যাটিংয়ের ধারণাটি মূলত ব্যবহারকারীদের কাছে একটি ওয়েবসাইটে প্রবেশের প্রাথমিক চেষ্টামাত্র। এর বেশিকিছু নয়। তিনি বলেন, একই মূলনীতি অনুযায়ী ফেসবুকের ইন্টারনেটডটওআরজি সেবা ফ্রি ব্যাসিকস নামে চালানো হচ্ছে। ইন্টারনেটডটওআরজি সেবাটি বর্তমানে বিশ্বের ২৪ দেশে চালু আছে। বিশ্বের এক কোটি ৫০ লাখ গ্রাহক এ সেবাটি ব্যবহার করছেন।

ফেসবুকের প্রধান নির্বাহী এই কর্মকর্তা আরো বলেন, বর্তমানে ভারতে ১৩ কোটিরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করছেন। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহারকারী ভারতে। জুকারবার্গ বলেন, আপনি যদি বিশ্বের সব মানুষকে ফেসবুকের সঙ্গে যুক্ত করতে চান তবে ভারতকে বাদ দিয়ে তা কখনোই সম্ভব নয়।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।