যাজক হত্যাচেষ্টার প্রধান আসামি গ্রেফতার


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২৮ অক্টোবর ২০১৫

ঈশ্বরদীর বিমানবন্দর সড়কের পাশে অবস্থিত খ্রিস্টান গীর্জার যাজক লুক সরকার হত্যাচেষ্টার প্রধান আসামি রাকিবুল ইসলাম রাকিব ওরফে তাওহিদ ওরফে রাজনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। রাকিব জেএমবির আঞ্চলিক কমান্ডার বলে জানা গেছে।

ঈশ্বরদী-পাবনা সড়কের টেবুনিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি সদর উপজেলার মজিদপুর মধ্যপাড়ার হোমিও চিকিৎসক আব্দুল মালেকের ছেলে।

পাবনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আব্দুল্লা আল হাসান জানান, রাকিবকে টেবুনিয়ার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি চিহ্নিত সন্ত্রাসী ও জেএমবির আঞ্চলিক কমান্ডার। তার কাছ থেকে আরো তথ্য বের করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ৫ই অক্টোবর সকাল ৯টার দিকে ৩ যুবক লুক সরকারের বাসায় ঢুকে তাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। পরে তার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। দুর্বৃত্তরা তখন মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। এরপর পুলিশ, র্যাব ও এনএসআই প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি টিম আসামিদের আটকের জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করে। অবশেষে তারা ধরা পড়ে।

আলাউদ্দিন আহমেদ/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।