২২ কোটি টাকার দুই টুর্নামেন্টে খেলা অনিশ্চিত গলফার সিদ্দিকুরের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:০২ পিএম, ২৫ জুলাই ২০২০

বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান সর্বশেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছেন গত মার্চে (৫ থেকে ৭ মার্চ) মালয়েশিয়া ওপেনে। আগামী সেপ্টেম্বরে দুটি বড় প্রাইজমানির টুর্নামেন্ট খেলার সুযোগ রয়েছে তার সামনে।

১০ থেকে ১৩ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ায় এবং তারপর ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর জাপানে হওয়ার কথা রয়েছে দুটি টুর্নামেন্ট। কিন্তু বাংলাদেশের সেরা গলফারের সেখানে অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়েছে করোনাকালীন সময়ে দেশ দুটিতে ভ্রমণজনিত নিষেধাজ্ঞা থাকার কারণে।

দুটি টুর্নামেন্টেই প্রাইজমানি বেশ বড় অঙ্কের। কোরিয়ায় হতে যাওয়া টুর্নামেন্টটির প্রাইজমানি ১১ লাখ ৮১ হাজার ডলার বা প্রায় ১০ কোটি টাকা। জাপানের টুর্নামেন্টের প্রাইজমানি আরও বেশি। এতে থাকছে ১৩ লাখ ৮৯ হাজার ডলার বা প্রায় ১২ কোটি টাকার প্রাইজমানি। অর্থাৎ প্রায় ২২ কোটি টাকার দুই টুর্নামেন্টে অংশ নেয়া এখন অনিশ্চিত সিদ্দিকুরের।

শনিবার দুপুরে সিদ্দিকুর রহমান জাগো নিউজকে বলছিলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতিসহ আমার সেখানে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা না করলে টুর্নামেন্ট দুটিতে খেলা সম্ভব হবে না। কারণ করোনাভাইরাসের কারণে দেশ দুটিতে বাংলাদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞা আছে।’

টুর্নামেন্টে অংশ নিলে সিদ্দিকুর রহমান কয়েকদিন আগেই যেতে চান, ‘খেললেই তো তো হবে না। অনুশীলন না করে গিয়ে লাভ কী? তাই আমি চাচ্ছিলাম প্রথমে মালয়েশিয়া যেতে। সেখানে এক-দুই সপ্তাহ অনুশীলন করে তারপর কোরিয়া ও জাপানে যাওয়ার পরিকল্পনা আমার। কিন্তু এখন পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে আছি।’

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।