আফ্রিদির যে রেকর্ড ভেঙেছেন ডি ভিলিয়ার্স


প্রকাশিত: ০৫:৪২ পিএম, ২৭ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

এক বছরে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়ে ১৩ বছর আগে পাকিস্তানের শহিদ আফ্রিদির গড়া রেকর্ড ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার বর্তমান ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। গত শনিবার ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে তিনটি চার ও ১১টি ছক্কায় ৬১ বলে ১১৯ রান করেন ডি ভিলিয়ার্স।

ফলে এক বছরে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড দখলে নিয়ে নেন তিনি। চলতি বছর এখন পর্যন্ত ৫৮টি ছক্কা হাকিয়েছেন ডি ভিলিয়ার্স। এতোদিন এই রেকর্ডের মালিক ছিলেন আফ্রিদি। ২০০২ সালে পুরো বছরে ৪৮টি ছক্কা হাকিয়েছিলেন আফ্রিদি।

এক বছরে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় তৃতীয়স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। ২০১১ সালে ৪২টি ছক্কা হাকিয়েছিলেন তিনি। আর এই তালিকায় চতুর্থস্থানে রয়েছেন ভারতের শচীন টেন্ডুলকার। ১৯৯৮ সালে ৪০টি ছক্কা হাকাঁন ক্রিকেটের অনন্য সব রেকর্ডের মালিক টেন্ডুলকার।

এক বছরে সর্বোচ্চ ছক্কা হাঁকানো শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
খেলোয়াড় ম্যাচ ছক্কা সাল
এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) ২০ ৫৮ ২০১৫
শহিদ আফ্রিদি (পাকিস্তান) ৩৭ ৪৮ ২০০২
শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া) ২৩ ৪২ ২০১১
শচীন টেন্ডুলকার (ভারত) ৩৪ ৪০ ১৯৯৮
শহিদ আফ্রিদি (পাকিস্তান) ২৫ ৩৭ ২০০৫

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।