রাজশাহীতে জামায়াত-শিবিরের দুই নেতাকর্মী জেলহাজতে


প্রকাশিত: ১২:২৯ পিএম, ২৭ অক্টোবর ২০১৫
প্রতীকী ছবি

রাজশাহীতে নাশকতার মামলায় জামায়াত-শিবিরের দুই নেতাকর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন, চারঘাট উপজেলার নমপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি ইকবাল হোসেন। তিনি উপজেলার পুড়াভিটা গ্রামের আব্দুল বাছেরের ছেলে। অপর জামায়াত কর্মী আব্দুল জলিল তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের ধানুড়া গ্রামের মৃত মহাসিনের ছেলে।

চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, রাজশাহীর চারঘাটে ট্রাকে আগুন দেয়াসহ বিভিন্ন নাশকতার সঙ্গে জড়িত ছিল শিবির নেতা ইকবাল হোসেন। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে, তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সোমবার রাতে নিজ বাড়ি থেকে আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। ওই মামলায় দীর্ঘ দিন তিনি পলাতক ছিলেন।

শাহরিয়ার অনতু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।