ভোলায় ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
ভোলার লালমোহনের ধলিগৌরনগর ইউপি চেয়ারম্যানের উপর হামলা, আওয়ামী লীগ অফিস ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার এক বিশাল প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয়রা।
সকাল থেকে এলাকার কয়েকশ মানুষ প্রতিবাদ মিছিলে অংশ নেন। পরে তারা বাজার চত্বরে সমাবেশ করেন। ইউনিয়ন আওয়ামী লীগে হামলা করার সময় দুর্বৃত্তরা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের আসবাবপত্র ভাঙচুর করেন। তারা অফিসে রাখা বঙ্গন্ধু, প্রধানমন্ত্রী ও এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের ছবি ভাঙচুর করেন। অভিযোগ রয়েছে আগামী ইউপি নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য বাজার এলাকায় যে সময় আওয়ামী লীগের দুই গ্রুপের শো-ডাউন চলছিল। ওই সময় আওয়ামী লীগ অফিসে হামলা হয়।
আওয়ামী লীগ নেতা মিন্টু অভিযোগ করে বলেন, ২০০১ সালে যারা আওয়ামী লীগ অফিস ভেঙেছিল। সংখ্যালঘু পরিবারের ওপর হামলা করেছিল তারাই এখন ওৎ পেতে থেকে ঝটিকা হামলা চালায়। এ ঘটনার জন্য মিন্টু হুমায়ন গ্রুপকে দায়ী করেছেন।
সমাবেশে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হেদায়েতুল ইসলাম মিন্টু, দক্ষিণ আওয়ামী লীগ সম্পাদক বাচ্চু মাতাব্বর, উপজেলা আওয়ামী লীগ নেতা নুরন্নবী মিয়া, ইউপি মেম্বার মো. ফারুক, যুবলীগ সভাপতি মো. আলমগীর, যুবলীগ ( উত্তর) সম্পাদত মিজানুর রহমান প্রমুখ।
অমিতাভ অপু/এমজেড/পিআর