গোপালগঞ্জে পুলিশের গুলিতে ডাকাত আহত


প্রকাশিত: ০৭:৫৯ এএম, ২৭ অক্টোবর ২০১৫

গোপালগঞ্জে পুলিশের গুলিতে কামরুল (৩৫) নামে এক ডাকাত সদস্য আহত হয়েছেন। তাকে আহত অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার দিঘারকুল গ্রামের এনায়েত হোসেনের ছেলে।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে কোটালীপাড়া উপজেলার হিরন গ্রামে পালিয়ে থাকা ডাকাত সদস্য কামরুলকে পুলিশ ধরতে যায়। তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর হামলা করেন। পুলিশ আত্মরক্ষার্থে শর্টগানের গুলি ছুড়লে কামরুলের পিঠে গুলি লাগে।

উল্লেখ্য, গত সাত দিনের ব্যবধানে গোপালগঞ্জ শহরের নবীনাবাগে সোনালী ব্যাংকের এক কর্মকর্তা ও মন্দারতলায় নৌ-বাহিনীর এক আবসরপ্রাপ্ত পেটি অফিসারের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়।

রোববার ভোরে মান্দারতলায় ওই নৌ-বাহিনীর কর্মকর্তার বাড়িতে ডাকাতিকালে স্থানীয় জনতা রশিদ শেখ নামে ডাকাত  দলের এক সদস্যকে ধরে ফেলে গণপিটুনি দেন।

এস এম হুমায়ূন কবীর/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।